“মানবিক বন্ধু মেলা”
বন্ধু,
চল, হাতটা বাড়াই
চল দুঃখ ঘোচাই
আলোকিত হই বন্ধুত্বে”
প্রিয় ‘৯১ এর বন্ধুরা,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আগামী ১০ জুন ২০২২, রোজ শুক্রবার “SSC ’91 WELFARE SOCIETY” আয়োজন করতে যাচ্ছে ‘৯১ এর মানবিক বন্ধুদের নিয়ে মানবিক বন্ধু মেলা।
যেখানে আমরা ‘৯১ এর বন্ধুরা নিজেদের ব্যস্ততা থেকে কিছুটা সময় বের করে আমাদের পিছিয়ে পরা ও অসহায় বন্ধুদের কল্যাণে ব্যায় করবো এবং নিজেদের মধ্যে আন্তঃ যোগাযোগ বৃদ্ধি করব ইন শা আল্লাহ্।
শুধুমাত্র দুস্থ বন্ধুদের পাশে দাঁড়াবার মানসে ‘৯১ বন্ধুদের দ্বারা গঠিত ও পরিচালিত প্লাটফর্ম SSC ’91 WELFARE SOCIETY। “অভাবের তাড়নায় দিনাতিপাত করা কিংবা অর্থাভাবে চিকিৎসা করতে না পারা” অসহায় বন্ধুদের পাশে দাঁড়াবার মহান ব্রত নিয়ে প্লাটফর্মটি তোমাদের পক্ষ থেকে অনেকটা নিরবে কাজ করে যাচ্ছে গত প্রায় দেড় বছর যাবৎ।
তাই, আসন্ন দিনটিকে আমরা সকলে মিলে মানবিক কাজের জন্য উৎসর্গ করতে চাই। চাই, দিনটিকে স্মরণীয় তথা প্রাণবন্ত করে রাখতে বন্ধু, বন্ধু পরিবারসহ সবাই মিলে আনন্দঘন পরিবেশে বিভিন্ন অানুষ্ঠানিকতায় উদযাপন করতে। এই উদযাপনে মজাদার খানাপিনার পাশাপাশি মুক্তিযুদ্ধ যাদুঘর সম্পূর্ণভাবে ঘুরে দেখার আয়োজনও থাকছে সকলের জন্যই।
বন্ধুরা, ১০ই জুন আমাদের এই আয়োজন তোমাদের নিয়েই, তাই তোমাদের সপরিবারে স্বতঃস্ফূর্ত উপস্থিতি আমাদেরকে সমৃদ্ধ করবে, অনুপ্রাণিত করবে আরো বেশি করে দুস্থ বন্ধুদের পাশে দাঁড়াতে।
সম্ভাব্য অনুষ্ঠান সূচীঃ
অভিনন্দন জ্ঞাপন, নিবন্ধন পত্র ও উপহারসামগ্রী হস্তান্তর এবং সকালের হালকা নাস্তা প্রদান;
হলরুমে আসন গ্রহণ;
পবিত্র কোরআন তেলাওয়াত;
সম্মিলিত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন;
বন্ধু পরিচিতি;
সংগঠনের বিগত দিনের কার্যক্রম পর্যালোচনা;
ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন;
জুমার বিরতি;
দুপুরের খাবার;
জাদুঘর পরিদর্শন (টিকেট ফ্রি);
যাদুঘর পরিদর্শন শেষে পুনরায় হলরুমে আসন গ্রহণ;
আগামী দিনের করণীয় সম্পর্কে উপস্থিত বন্ধুদের মূল্যবান মতামত, উপদেশ, পরামর্শ গ্রহণ;
উপস্থিত বন্ধু ও পরিবারের সদস্যদের অংশগ্রহণে বিনোদনমূলক অনুষ্ঠান;
দিনব্যাপী পরিচালিত কার্যক্রমের সার সংক্ষেপ উপস্থাপন;
সমাপনী বক্তব্য প্রদান;
চা-বিস্কুট আপ্যায়ন।।
তারিখঃ ১০ জুন, ২০২২ ইং (শুক্রবার);
সময়ঃ সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত;
আয়োজন যেখানেঃ অত্যাধুনিক স্থাপত্য শৈলীতে নির্মিত মুক্তিযুদ্ধ জাদুঘর হলরুম(সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত)আগারগাঁও (পঙ্গু হাসপাতালের উল্টো দিকে), ঢাকা;
বন্ধু সংখ্যাঃ ২০০ জন;
রেজিষ্ট্রেশন ফিঃ ১০২০/- টাকা মাত্র(উল্লেখ্যঃ এই অর্থের ২৫ শতাংশ জমা হবে দুস্থ বন্ধুদের সহায়তার জন্য গঠিত ওয়েলফেয়ার এর ফান্ডে);
বন্ধুপত্নী/বরঃ ৭০০/- টাকা
ছেলেমেয়েঃ ৫০০/- টাকা (৩ বছরের উর্ধ্বে হলে)
গাড়ীচালকঃ ৪০০/- টাকা।
রেজিস্ট্রেশন এর শেষ সময়ঃ ৩ জুন, ২০২২ইং।
বিঃদ্রঃ বিকাশ করার পরে অবশ্যই যাকে বিকাশ করা হয়েছে তার কাছে রেজিষ্ট্রেশন কনফার্ম করতে হবে।
যোগাযোগঃ
সোমা ইসলাম – ০১৭৪৬ ৬০ ১১ ৭০ (বিকাশ)
শিমু সাফিনাজ- ০১৭১২ ৭৯ ৭৯ ৮৭ (বিকাশ)
বন্ধুরা, মনে রেখো, তোমাদের অংশগ্রহণ নিছক অংশগ্রহণ-ই নয়, তোমাদের অংশগ্রহণ মানে অসহায় বন্ধুদের জীবনের পাথেয়
সবার জন্য শুভকামনা..